ঢাকায় ডেঙ্গুর ভয়ানক রূপ! একদিনে ৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৮:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ঢাকায় ভয়ানক রূপ নিয়েছে ডেঙ্গু। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত আরো ৫ জনের মৃত্যু! এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হলো। জুলাইয়ের প্রথম চার দিনে মৃত্যু পৌছালো ১৪ জনে।
এনিয়ে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। ঢাকার দুই সিটি কর্পোরেশন মশক নিধন অভিযান চালাচ্ছে। কিন্তু মশা কমছে না, আক্রান্তর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রেকর্ড সংখ্যক ৬৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪২৯ জন, ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে আরো ২৪৯ জন। এখন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১,৬৬৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। এর আগে রবিবার চারজনের মৃত্যু এবং ৪৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দেশে মোট ১ হাজার ৬৬৯ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১০০ জন। চলতি বছর সর্বমোট ৯ হাজার ৮৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।




















