ডেঙ্গু আক্রান্ত আরও ৫জনের মৃত্যু, নতুন ভর্তি ১২৪৬
- আপডেট সময় : ০৮:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে
বিভিন্ন স্থান থেকে আসা ডেঙ্গু আক্রান্ত রোগীর এতোটাই চাপ যে, রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
রীতিমত অস্থিরতা চলছে হাসপাতালগুলোতে। এর কারণ ডেঙ্গু আক্রান্তর মানুষদের সেবা দেওয়া। কিন্তু বিভিন্ন স্থান থেকে আসা ডেঙ্গু আক্রান্ত রোগীর এতোটাই চাপ যে, রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি জুলাই মাসে এখন পর্যন্ত ৪১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা পৌঁছালো ৮৮জনে।
চলতি বছরের জুন পর্যন্ত দেশে ডেঙ্গুতে যত মানুষ আক্রান্ত ও যত জনের মৃত্যু হয়েছে, তা এর আগে কোনো বছরের প্রথম ছয় মাসে হয়নি। চলতি জুলাইয়ের প্রথম ১২ দিনের প্রতিদিন ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছরের জুলাইয়ে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছিল। আর আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৫৭১ জন। এ বছরের প্রথম ১২ দিনেই মৃত্যু হলো ৪১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৭০৯ জন। বাকি ৫৩৭ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে দেশে ৩ হাজার ৭৯১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে আছেন ২ হাজার ৫৩০ জন। এ ছাড়া চলতি বছর এখন পর্যন্ত ১৬ হাজার ১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যায় গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়। এ ছাড়া ২০২০ সালে ৭ জন, ২০২১ সালে ১০৫ জন মারা যান।



















