ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘ-হাতি শিকারে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ, সম্প্রীতির বাংলাদেশই লক্ষ্য: প্রেস সচিব ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিংয়ে টেকসই উন্নয়ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের সূচনা মাদুরোর নজির টেনে কাদিরভের বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জেলেনস্কির এবার পাতানো নির্বাচন হবে না: কড়া বার্তা প্রধান নির্বাচন কমিশনের মোদিকে শায়েস্তা করতে ট্রাম্পের কড়া পদক্ষেপ? ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ৭ লাখ ২৮ হাজার প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি এলপিজি ঘিরে নীরব অর্থনৈতিক সন্ত্রাসে জিম্মি ভোক্তা, কঠোর পদক্ষেপের দাবি ইসমত শিল্পীর কবিতা ‘অশ্রুবাষ্প’ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতিতে বাংলাদেশ: সর্বোচ্চ গুণতে সাড়ে ১৮ লাখ টাকা

জুলাই সনদ সমর্থন করলে গণভোটে হ্যা ভোট দিন : ড. ইউনূস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

জুলাই সনদ সমর্থন করলে গণভোটে হ্যা ভোট দিন : ড. ইউনূস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই জাতীয় সনদকে সমর্থন করলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভোটাধিকার কারও দয়া নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ ঠিক করে দেয়, দেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট নিয়ে দেশব্যাপী প্রচারণার লক্ষ্যে ভোটের গাড়ি সুপার ক্যারাভান-এর যাত্রা শুরু হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তিনি জানান, এবারের জাতীয় নির্বাচনের দিনই একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে।

সে সময় ভোটাররা জাতীয় সংসদের প্রার্থী নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের পক্ষেও মতামত দেবেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দীর্ঘ নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও বৈঠকের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রস্তুত করা হয়েছে। এই সনদ জনগণের সমর্থন পেলে দেশ আগামী বহু বছর নিরাপদ ও স্থিতিশীল পথে চলবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।

তাই যারা এই সনদ সমর্থন করেন, তাদের গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, সরকার এমন একটি নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর, যেখানে থাকবে না ভয় কিংবা বাধা-থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, দেশ আপনার, আগামী পাঁচ বছর কে দেশ পরিচালনা করবে তা আপনিই ঠিক করবেন। সৎ, যোগ্য ও পছন্দের প্রার্থীকে চিন্তাভাবনা করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই সনদ সমর্থন করলে গণভোটে হ্যা ভোট দিন : ড. ইউনূস

আপডেট সময় : ০৯:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

জুলাই জাতীয় সনদকে সমর্থন করলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভোটাধিকার কারও দয়া নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ ঠিক করে দেয়, দেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট নিয়ে দেশব্যাপী প্রচারণার লক্ষ্যে ভোটের গাড়ি সুপার ক্যারাভান-এর যাত্রা শুরু হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তিনি জানান, এবারের জাতীয় নির্বাচনের দিনই একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে।

সে সময় ভোটাররা জাতীয় সংসদের প্রার্থী নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের পক্ষেও মতামত দেবেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দীর্ঘ নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও বৈঠকের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রস্তুত করা হয়েছে। এই সনদ জনগণের সমর্থন পেলে দেশ আগামী বহু বছর নিরাপদ ও স্থিতিশীল পথে চলবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।

তাই যারা এই সনদ সমর্থন করেন, তাদের গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, সরকার এমন একটি নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর, যেখানে থাকবে না ভয় কিংবা বাধা-থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, দেশ আপনার, আগামী পাঁচ বছর কে দেশ পরিচালনা করবে তা আপনিই ঠিক করবেন। সৎ, যোগ্য ও পছন্দের প্রার্থীকে চিন্তাভাবনা করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।