গত ২৪ ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি বাংলাদেশে

- আপডেট সময় : ০৮:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১ ২৫১ বার পড়া হয়েছে
১ বছর ৭ মাস ১৬ দিন পর সুখবর পেলো বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে
দেশটিতে কেউ মারা যায়নি। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে মাত্র ১৭৮ জন। গত বছরের
১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু গণনা শুরু হয়। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এই স্বস্তির বার্তা দেয়।
শুক্রবার মৃত্যু হয়েছিলো মাত্র ৫ জনের। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু সংখ্যা ২৭ হাজার ৯৪৬
জন। মৃত্যু হার ১ দশমিক ৭৮ শতাংশ। প্রতিদিনই সুস্থতার হার বেড়ে চলেছে। আক্রান্তও
নিম্নগতি। শুক্রবারের চেয়ে শনাক্তের হার কমেছে দশমিক ২২ শতাংশ। শুক্রবার শনাক্তের হার
ছিল ১ দশমিক ৪০ শতাংশ, যা কমে দাঁড়িয়েছে ১ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত ১ কোটি ৭ লাখ ৬
হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন। স্বাস্থ্য
অধিদপ্তর সূত্রের খবর, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং
বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। শুক্রবার সুস্থতার
হার ছিল ৯৭ দশমিক ৭২ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।