Sports field : খেলার মাঠ রক্ষায় অবরোধ ৫০ কিলোমিটার যানজট
- আপডেট সময় : ০৬:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২ ২৩২ বার পড়া হয়েছে
খেলার মাঠ রক্ষায় কাপনের কাপড় পড়ে ব্যস্ততম মহাসড়কে শুয়ে বিক্ষোভ ছবি সংগ্রহ
এক সময় খেলার মাঠ ছাড়া কোন শিক্ষাপ্রতিষ্ঠানের কথা ভাবাই যেতো না। শিক্ষাপ্রতিষ্ঠান মানেই বিশাল খেলার মাঠ। স্কুলে টিফিনে ফাঁকে কাঠফাটা রোদের তোয়াক্কা না করে খেলার মাঠে খেলতে নামার স্মৃতি এখন অনেকের মনে জ্বল জ্বল করছে। কিন্তু বর্তমান তথ্য-প্রযুক্তির সময়ে মাঠ হারিয়ে গিয়েছে। আচ্ছা বলুনতো আপনার এলাকার স্কুল বা পাড়ায় কটা খেলার মাঠ রয়েছে? তা বলতে অবশ্য আমরা লজ্জা পাই। কারণ, সবইতো হারিয়ে গিয়েছে। সন্তান বেড়ে ওঠছে বাড়ি বা ফ্লাটের ১০ বাই ১২ সাইজের কক্ষে!
এবারে খেলার মাঠ রক্ষায় বাংলাদেশের কুমিল্লা জেলায় ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা। জেলার লাকসাম উপজেলা সদরের ‘দোগাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নীয়া সিনিয়র মাদরাসা’ লাগোয়া শিক্ষার্থীদের খেলার মাঠ রক্ষার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার স্থানীয় জনতা ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। বৃহস্পতিবার বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা শাখার উদ্যোগে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা। দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধদের অনেকে কাফনের কাপড় পরে মহাসড়কের উভয় লেনে শুয়ে বিক্ষোভ দেখায়।
ঢাকা-চট্টগ্রাম ব্যস্ততম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
জানা গিয়েছে, সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টার অবরোধে উভয়পাশে হাজারো যানবাহন আটকা পড়ে। এতে করে মহাসড়কের উভয় দিকে কমপক্ষে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃস্টি হয়। এদিকে সকাল সোয়া ১১টায় ঘটনাস্থলে যান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ। তিনি সেখানে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। পরে একই দাবিতে সংগঠনটির নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দাখিল দেন।




















