খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন আন্তর্জাতিক প্রতিনিধিরা
- আপডেট সময় : ০৯:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর রাষ্ট্রীয় মর্যাদার জানাজায় অংশগ্রহণের জন্য বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, পররাষ্ট্রমন্ত্রী ও বিশেষ দূতরা আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চ শিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদ ঢাকায় আসবেন। এছাড়া আরও কয়েকটি দেশের কূটনৈতিক প্রতিনিধির অংশগ্রহণও নিশ্চিত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজা ও দাফনের জন্য আন্তর্জাতিক অতিথিদের যথাযথভাবে স্বাগত জানানো হবে এবং তাঁদের নিরাপত্তা ও কূটনৈতিক মর্যাদা সংরক্ষণের সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানাজার পর বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এই অনুষ্ঠানে দেশি-বিদেশি শীর্ষ নেতৃত্ব, কূটনীতিক এবং রাজনৈতিক ও সামাজিক প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত থাকবেন। কূটনৈতিক পর্যায়ে এটিকে বাংলাদেশে গণতান্ত্রিক নেত্রীর প্রতি আন্তর্জাতিক শ্রদ্ধার প্রতীক হিসেবে ধরা হচ্ছে।
উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং তাঁকে গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এক দৃঢ় নেত্রী হিসেবে স্মরণ করেছে।
বুধবার ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে প্রয়াত খালেদা জিয়ার মরদেহ। ১৫ কিলোমিটারের বেশি পথের দু’ধারে থাকবে কঠোর নিরাপত্তা। জানাজা হবে দক্ষিণ প্লাজায়। এরপর শহিদ রাষ্ট্রপতি স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা। বেলা দুইটায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।



















