ইসহাক দার–তৌহিদ ফোনালাপ: ঢাকা-ইসলামাবাদ সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- আপডেট সময় : ০৬:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দুই দেশের শীর্ষ কূটনৈতিক নেতৃত্ব। রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই নেতা বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করেন এবং বাণিজ্য, আঞ্চলিক সংযোগ, উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হন। আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। পরিবর্তনশীল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর উভয় পক্ষই গুরুত্ব আরোপ করেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই ফোনালাপ দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ককে আরও কার্যকর ও বহুমাত্রিক করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা-সব ক্ষেত্রেই ঢাকা ও ইসলামাবাদ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান আঞ্চলিক বাস্তবতায় এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।



















