ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে : সেনা সদর দপ্তর জাতিসংঘ শান্তিরক্ষা সম্মেলন, বিশ্ব শান্তির নতুন দিগন্তে ভারত ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের নোবেল শান্তি পুরস্কার থেকে ট্রাম্পের নাম বাদ কেন? জানালো কমিটি সাহিত্যাঙ্গনে শোকের ছায়া: চলে গেলেন সৈয়দ মনজুরুল ইসলাম প্রজননকালীন নিষেধাজ্ঞার মধ্যেই পদ্মা পারে প্রকাশ্যে ইলিশ বিক্রির হাট! খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে ৮ গ্রাম প্লাবিত সংকট, ক্ষতির শতকোটি টাকা ফিলিপাইনে ভূমিকম্প ও বিপর্যয়ের  এক বছরের চিত্র অন্তর্বর্তী সরকার কেন যুদ্ধবিমান কিনছে, চীনের ২০টি জে-১০ সিই ক্রয়ে বিতর্ক ১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে ‘জুলাই জাতীয় সনদ’ ঐতিহাসিক দলিলে নেতৃত্ব দেবেন ড. ইউনূস

ইলিশ বিক্রি নিয়ে প্রতারণা, অবশেষে গোয়েন্দা জালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

ইলিশ বিক্রি নিয়ে প্রতারণা, অবশেষে গোয়েন্দা জালে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। ভরমৌসুমে বেশ ভালোই ধরাও পড়ছে। তারপরও দাম আকাশ চুম্বি। এরমধ্যে ইলিশের বাজারে সিন্ডিকেটের কালো থাবা। যেকারণে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে জাতীয় মাছের স্বাদ থেকে।

এবার বাজারে আসা ইলিশের সাইজ ছোট। তারপরও জাটকা সাইজের আড়াইশ’ থেকে তিনশ’ গ্রামের ইলিশের কেজি ১২০০ টাকার নীচে নয়। ৫০০ গ্রাম ইলিশের কেজি ১৪০০ থেকে ১৬০০ টাকা। আর কেজি সাইজের ইলিশ ২২০০ থেকে ২৪০০ টাকা।

এমন অবস্থায় সস্তায় ইলিশ মাছ বিক্রির নামে মাঠে নামে প্রতারক চক্র। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভলীয় বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিতে থাকে লাখ লাখ টাকা। এমন প্রতারণার সঙ্গে যুক্ত দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা সূত্রের খবর, গ্রেফতার মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫) গত ৫ জুলাই চাঁদপুর ইলিশ ঘাট নামের একটি পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন।

পরে তিনি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে বিভিন্ন নম্বরে টাকা পাঠান। পর্যায়ক্রমে সেই ব্যক্তির কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ ঘটনায় থানায় মামলা হয়।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, মামলার পর তদন্তে মাঠে নামে গোয়েন্দারা।

তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার সন্ধ্যার পর নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মো. সিফাত মোল্লাকে এবং পরদিন বৃহস্পতিবার ভোর ভোরে কালিয়া থানা এলাকা থেকে মো. মাসুম বেগকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করেছে গোয়েন্দারা।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইলিশ বিক্রি নিয়ে প্রতারণা, অবশেষে গোয়েন্দা জালে

আপডেট সময় : ০৮:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। ভরমৌসুমে বেশ ভালোই ধরাও পড়ছে। তারপরও দাম আকাশ চুম্বি। এরমধ্যে ইলিশের বাজারে সিন্ডিকেটের কালো থাবা। যেকারণে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে জাতীয় মাছের স্বাদ থেকে।

এবার বাজারে আসা ইলিশের সাইজ ছোট। তারপরও জাটকা সাইজের আড়াইশ’ থেকে তিনশ’ গ্রামের ইলিশের কেজি ১২০০ টাকার নীচে নয়। ৫০০ গ্রাম ইলিশের কেজি ১৪০০ থেকে ১৬০০ টাকা। আর কেজি সাইজের ইলিশ ২২০০ থেকে ২৪০০ টাকা।

এমন অবস্থায় সস্তায় ইলিশ মাছ বিক্রির নামে মাঠে নামে প্রতারক চক্র। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভলীয় বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিতে থাকে লাখ লাখ টাকা। এমন প্রতারণার সঙ্গে যুক্ত দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা সূত্রের খবর, গ্রেফতার মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫) গত ৫ জুলাই চাঁদপুর ইলিশ ঘাট নামের একটি পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন।

পরে তিনি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে বিভিন্ন নম্বরে টাকা পাঠান। পর্যায়ক্রমে সেই ব্যক্তির কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ ঘটনায় থানায় মামলা হয়।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, মামলার পর তদন্তে মাঠে নামে গোয়েন্দারা।

তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার সন্ধ্যার পর নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মো. সিফাত মোল্লাকে এবং পরদিন বৃহস্পতিবার ভোর ভোরে কালিয়া থানা এলাকা থেকে মো. মাসুম বেগকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করেছে গোয়েন্দারা।