আসছে টিকার বড় চালান, এবার সামনের কাতারে থাকবে গ্রামের মানুষ
- আপডেট সময় : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১ ২০৯ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
‘৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে এসে বড় আকারের জনগোষ্ঠীকে সুরক্ষিত করা হবে’
আসছে টিকার বড় চালান। এবারে অগ্রাধিকার কাতারে গ্রামের মানুেষ। আগামী সপ্তাহে টিকার বড় চালানটি পৌছানোর কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার মেহাম্মদ খুরশীদ আলম।
তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় গ্রাম পর্যায় পর্যন্ত মানুষকে টিকার আওতায় আনতে চাই। পাশাপাশি যে শ্রমিকরা বিদেশে যাবেন তাদের টিকায় অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের ভ্যাকসিন দিতে।
মহাপরিচালক আরও বলেন, এখন পর্যন্ত করোনায় যত মানুষ এদেশে মারা গেছেন, তার তিন গুণ মানুষ প্রতিবছর মারা যায় যক্ষায়। এছাড়া যক্ষা রোগীদের এক শতাংশ এইচআইভিতে আক্রান্ত হয়।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী ভ্যাকসিন নিয়ে রাজনীতি চলছে, আমরাও সেই রাজনীতির শিকার,তবে টিকা আনার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রশংসনীয়।
এ সময় সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।




















