সংবাদ শিরোনাম ::
আখেরী মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে আজ। টঙ্গীর তুরাগ নদের তীরে তিনদিন ইবাদত-বন্দেগীতে মশগুল ছিলেন লাখো মুসল্লি।
আখেরী মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই ইজতেমামুখো হাজারো মানুষ। রবিবার ভোর থেকে শীতকে উপেক্ষা করে এবং কনকনে বাতাসকে তোয়াক্কা না করে আখেরী মোনাজাতে অংশ নিতে বহু মুসল্লি পায়ে হেটে ইজতেমামুখো রওনা হয়েছেন।

দলে দলে আগত মুসল্লিদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে-আল্লাহর নাম। ধর্মপ্রাণ লাখো মুসল্লি ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নেবেন।
ইজতেমা আয়োজক সূত্র বলছে, সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার সম্ভাবনা রয়েছে।




















