৫ বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে রাশিয়ার হামলার আশঙ্কা: সতর্ক করলেন মহাসচিব মার্ক রুতে
- আপডেট সময় : ১২:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
রুতের কঠোর সতর্কবার্তা এবং পুতিনের আক্রমণাত্মক ভঙ্গি-দুই মিলে ইউরোপের নিরাপত্তা অঙ্গনে আবারও অস্বস্তি বাড়িয়ে দিয়েছে
রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা চালাতে পারে, পশ্চিমা সামরিক জোটের মহাসচিব মার্ক রুতে এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
বৃহস্পতিবার জার্মানিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাশিয়া ইতোমধ্যে ন্যাটোর বিরুদ্ধে গোপন অভিযান বাড়িয়ে দিয়েছে, এবং এমন এক ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, যা ইউরোপের আগের প্রজন্মগুলো মোকাবিলা করেছিল।
রুতের এই মন্তব্য এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তৎপর। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে দুই লাখ রুশ সেনা ঢোকার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়।
যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার দাবি করছেন, ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা নেই তাদের। তবুও তিনি সতর্ক করেছেন, ইউরোপ যদি আগ্রাসী হয়, রাশিয়া এখনই প্রস্তুত।
ইউরোপীয় নেতারা পুতিনের বক্তব্যে আশ্বস্ত নন। কারণ, ইউক্রেনে হামলার আগেও তিনি একইভাবে যুদ্ধ-উদ্বেগ কমানোর দাবি করেছিলেন। এবারও পশ্চিমা দেশগুলো মনে করছে, শান্তি আলোচনার আড়ালে রাশিয়া নতুন কৌশল নিচ্ছে।
এদিকে পুতিন অভিযোগ করেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রচেষ্টাকে ইউরোপই বাধাগ্রস্ত করছে।
ট্রাম্প মধ্যস্থতা করলেও শান্তি পরিকল্পনার খসড়া রাশিয়ার পক্ষে যেতে পারে, এমন আশঙ্কায় ইউক্রেনের মিত্র দেশগুলো পরিকল্পনা সংশোধনের পক্ষে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে।
রুতের কঠোর সতর্কবার্তা এবং পুতিনের আক্রমণাত্মক ভঙ্গি-দুই মিলে ইউরোপের নিরাপত্তা অঙ্গনে আবারও অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। সূত্র বিবিসি




















