১৩ মাসে সর্বনিম্ন শনাক্ত
- আপডেট সময় : ০৫:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১ ২৪১ বার পড়া হয়েছে
১৩ মাসের মধ্যে করোনায় আক্রান্তর সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় ২৬১ জন আক্রান্তর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমান করোনা আক্রান্তর সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬। এ সময়ে মারা গিয়েছেন, ২২ জন। নিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ১২৪ জনে।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। যা ৯০ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে, ১২ হাজার ১২৪ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৪৩৫ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৭৫৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ৯৫ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। সে সময় ১৩ এপ্রিল ১৮২ জন, ১৪ এপ্রিল ২০৯ জন, ১৫ এপ্রিল ২১৯ জনের, ১৬ এপ্রিল ৩৪১ জন, ১৭ এপ্রিল ২৬৬ জনের করোনা শনাক্ত হয়।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৫ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১২ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন রয়েছেন।



















