১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাবনা জোরালো
- আপডেট সময় : ০৭:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গোটা দেশের দৃষ্টি এখন নিবদ্ধ নির্বাচন কমিশনের (ইসি) দিকে। নির্বাচন আয়োজনের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে কমিশন। সেই ধারাবাহিকতায় তফসিল ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
ইসির জ্যেষ্ঠ সচিব আকতার আহমেদ সোমবার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের তফসিল-সংক্রান্ত ভাষণ আগামী ১০ ডিসেম্বর রেকর্ড করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনেই ওই ভাষণ রেকর্ড করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
সচিব আরও জানান, রেকর্ড করা ভাষণটি ১০ ডিসেম্বর রাতেই অথবা পরদিন ১১ ডিসেম্বর প্রচার হতে পারে। ধারণা করা হচ্ছে, এই ভাষণের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করবেন সিইসি।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল লাইভ ভাষণে তফসিল ঘোষণা করেছিলেন। তবে এবার নিরাপত্তা, কারিগরি প্রস্তুতি এবং সমন্বয় বিবেচনায় রেকর্ড করা ভাষণ প্রচারের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ইসির কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার সব আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রচলিত নিয়ম অনুসারে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা। সাধারণত রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠকের পরই তফসিল ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।
সব মিলিয়ে নির্বাচনী উত্তাপ এখন চরমে। ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা। দেশের গতি-প্রকৃতি নতুন এক নির্বাচনী অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।




















