১০ অক্টোবর শ্রমিক মজলিসের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

- আপডেট সময় : ০৩:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
১০ অক্টোবর খেলাফত মজলিসের অঙ্গ সংগঠন শ্রমিক মজলিসের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষ্যে ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিকদের ভূমিকাঃ প্রত্যাশা ও প্রাপ্তী শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করবেন শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মাদ আবদুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ড. আহমদ আবদুল কাদের, মহাসচিব, খেলাফত মজলিস। প্রবন্ধ উপস্থাপন করবেন ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, যুগ্ম-মহাসচিব, খেলাফত মজলিস।
শুক্রবার বেলা ১১টায় পুরানা পল্টনস্থ ফায়েনাজ টাওয়ার (ফ্ল্যাট-৩৭/২, লিফট-১১)-এ সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি), বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, সমাজতান্ত্রিক শ্রমিক জোট, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, জাতীয় শ্রমিক পার্টি।
এ ছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় নাগরিক শ্রমিক পার্টি, এবি শ্রমিক পার্টি, নাগরিক শ্রমিক ঐক্য, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন, বিপ্লবী শ্রমিক সংহতি, শ্রমজীবী পরিষদ, গার্মেন্টস শ্রমিক সংহতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক আন্দোলন।
প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ, ভাষানী শ্রমিক পরিষদ, শ্রমিক মুক্তি কাউন্সিলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট উলামায়ে কেরাম ও পেশাজীবী নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংবাদ বিজ্ঞপ্তি