স্বামী শারীরিক সুখ দিতে ব্যর্থ হলে স্ত্রীর করণীয়
- আপডেট সময় : ১০:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ৪৪৮ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
এই বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। মূলত সমস্যাটি কার তা আগে পরিষ্কার হতে হবে। কারন অনেক সময় স্বামীর সমস্যা মনে হলেও স্ত্রীর সমস্যাও থাকে। হয়তো স্ত্রীর কোন পজিসনগত ভুল ছিলো, অথবা স্ত্রীর স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় নিচ্ছে।
আর যদি সত্যি স্বামীর দূর্বলতা থাকেন, তাহলে স্ত্রীর উচিত স্বামীর সাথে ফের চেষ্টা করা। তারপরও যদি না হয়, তাহলে বিষয়টি নিয়ে স্বামীর সাথে সরাসরি কথা বলা। এছাড়াও সনাতনী পদ্ধতীতে সেক্সফুড বাদাম, কিসমিস, দুধ, ডিম, মধু, খেজুর, কালো জিরা খাওয়া, ফল, সবজি সহ সুষম খাবার খাওয়া এবং ব্যয়াম, ঘুম ঠিক করা, অথবা ডাক্তার দেখানো, অথবা সমস্যাটা বিস্তারিত বুঝার পর সঠিক সিদ্ধান্ত নেয়া উচিত।
তাড়াহুড়া করার প্রয়োজন নেই। ভালো মুডে থাকবেন এবং সঙ্গীর উপর বিশ্বাস রাখবেন যে সব ঠিক হয়ে যাবে। পরবর্তীতে সমস্যা যদি স্বামীর বলে পরিগণীত হয় বা এখান থেকে উত্তরণের উপায় নেই তাহলে দুজনের সম্মতীতে আলাদা হতে পারে। তবে অসামাজিক কার্যকলাপে না জড়ানোই উত্তম।
মানুষের ব্যক্তিগত সমস্যা থাকবেই। হতে পারে সেটা কোনো শারীরিক বা মানসিক সমস্যা অথবা কোনো ব্যক্তির সঙ্গে কিছু নিয়ে ঝামেলা। অকারণে নিজের সেই সমস্যার কথা শেয়ার করবেন না। যেখানে সমাধান পাবেন, সেখানে শেয়ার করবেন। মানুষের দুর্বল জায়গায় আঘাত করতে সময় লাগে না।




















