সংবাদ শিরোনাম ::
সোমবার থেকে লকডাউনে বাংলাদেশ
ভয়েস রিপোর্ট
- আপডেট সময় : ১০:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২৬০ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণ বিস্তাররোধে সোমবার লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে কঠোর লকডাউন। লাগামহীন করোনা সংক্রমণ এবং ১০৮ জনের মৃত্যুর দিনে লকডাউনের বার্তা আসলেও দু’দিন আগেই ১৪ দিনের লকডাউনের পরামর্শ দিয়েছিলো কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটি।
শুক্রবার তথ্য অধিদফতের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিসের পাশাপাশি পণ্যবাহী যান ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। সংবাদমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। এ বিষয়ে বিস্তারিত আদেশ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলেও জানান প্রধান তথ্য অফিসার।




















