সোনা চুরি ৪ কর্মকর্তা বরখাস্ত
- আপডেট সময় : ০৭:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বিমানবন্দর কাস্টমস গুদাম থেকে সম্প্রতি সোনা চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর এনিয়ে দেশজুড়ে ব্যাপক হৈ চৈ শুরু হয়। দুই সেপ্টেম্বর কাস্টমস হাউজের সুরক্ষিত গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করে কাস্টমস হাউজ।
সোনা চুরি ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবশেষে কাস্টমসের চার আধিকারীককে বরখাস্ত করা হয়েছে। এরা হচ্ছেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ। মঙ্গলবার ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করে।
ঢাকা কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ও গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুদ রানা গত ২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে জানান, বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখার কাছে শুল্ক বিভাগের গুদামের মূল্যবান পণ্যসামগ্রী রাখার একটি স্টিলের আলমারির লক ভাঙা।



















