‘সাগর পাড়ে ইলিশ উৎসব’
- আপডেট সময় : ১০:২১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
নদী-সাগরের জলে ঝাঁকে ঝাঁকে রূপালি ‘ইলিশ’!
আমিনুল হক, ঢাকা
সাগর পাড়ে চলছে ইলিশ ধরার উৎসব। প্রতি টানে মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। মৎস্যজীবীর মুখে হাসি। থেমে থেমে হাল্কা মাঝারি বৃষ্টি, মেঘে ঢাকা আকাশ। ইলিশ শিকারের উপযুক্ত পরিবেশ।
সাগর, নদীর তীরের আড়ৎগুলোতে নির্ঘুম রাত কাটাছে মৎস্যজীবীদের। বেচা-কেনার হাকডাকে জমাজমাট আনন্দ উৎসব যেন। মৌসুমের শুরুতেই জাল ভর্তি ইলিশ ধরা পড়ায় জমে উঠেছে ইলিশের আড়ৎগুলোও। দামও কমে আসছে।
পৃথিবীর মোট ইলিশের ৮৫ ভাগই বাংলাদেশে উৎপাদিত হয়। বিগত বছরগুলো রূপালি সম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ে ব্যাপক কাজ করেছে হাসিনা সরকার। বংশ বৃদ্ধিতে মা ইলিশ রক্ষা ও জাটকা সংক্ষণে সম্মিলিত উদ্যোগ এবং বাস্তবায়নে কারণে ইলিশ মাছের উৎপাদন ব্যাপক হারে বেড়েছে।
এবছর বাংলাদেশে ইলিশের উৎপাদন ৬ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবার আশা করছে মৎস্য অধিদপ্তর।
মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সাগর-নদীতে সকল প্রকারের মাছ শিকারে থাকে নিষেধাজ্ঞা। যার সুফল পাচ্ছেন মৎস্যজীবীরা।
দক্ষিণের জনপদ ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালি ইলিশ। এবারে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবার আশা মৎস্যবিভাগের।
মৎস্যজীবীরা জানাচ্ছেন, সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূল জুড়ে বেড়েছে বৃষ্টিপাত। এতেই জালে উঠছে ব্যাপক ইলিশ। এতে ঘাটে ঘাটে বেড়েছে ব্যস্ততা। সরগরম হয়ে উঠছে আড়ৎ।




















