ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি: মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষায় দেশ ইরানে হামলা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আমিরাতের প্রেসিডেন্টকে ঐতিহ্যবাহী শুভেচ্ছায় স্বাগত জানালেন মোদি শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রোদে বেরিয়ে চুলের বেহাল অবস্থা?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে

রোদে বেরিয়ে চুলের বেহাল অবস্থা?

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

এক দিকে অতিরিক্ত রোদে চুলের রুক্ষ হয়ে যাওয়া, অন্যদিকে প্যাচপ্যাচে ঘামের চোটে ময়লা জমে চুলের দফারফা। গরমকালে যেন হাত ধরে এসে যায় চুলের নানা সমস্যা। এই সময় চুলের বাড়তি যত্ন না নিলে কিন্তু চুল পড়ার সমস্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে। গরমে চুলের প্রয়োজন অতিরিক্ত যত্ন।

ত্বকের পো়ড়া ভাব তুলতে অনেকেই আমরা বিভিন্ন প্যাক লাগাই, রোদে বেরনোর সময় সানস্ক্রিন লাগাই। কিন্তু চুল? রোদের হাত থেকে যে চুলকে কী ভাবে রক্ষা করবেন?

টুপি কিংবা স্কার্ফ: গরমের হাত থেকে চুল বাঁচাতে কাজে লাগাতে পারেন টুপি। অনলাইনে হোক বা অফলাইনে, গরম পড়লেই বাজারে নানা কায়দার টুপি পাওয়া যায়। টুপি পরে স্টাইলিশ লুক আনতে পারেন। এতে চুল যেমন রক্ষা পাবে, তেমনই রোদের হাত থেকে মাথার ত্বকও রক্ষা পাবে। টুপি পরতে ইচ্ছে না করলে বিকল্প হিসাবে স্কার্ফও ব্যবহার করতে পারেন।

সানস্ক্রিন: ত্বক বাঁচাতে যেমন গরমে সানস্ক্রিন ছাড়া রাস্তায় বেরোন না, তেমনই চুলের যত্নেও ব্যবহার করতে হবে সানস্ক্রিন। মুখে ব্যবহার করার সানস্ক্রিন আর চুলের সানস্ক্রিন কিন্তু আলাদা হয়। তাই ভাল করে দেখে নিয়ে সানস্ক্রিন কিনুন। বাজারে বিভিন্ন সংস্থার হেয়ার সানস্ক্রিন পাওয়া যায়। এর পাশাপাশি হিট প্রটেকশন হেয়ার স্প্রেও ব্যবহার করতে পারেন।

চুল ধোয়া: গরমে চুলে ধুলো, ময়লা বেশি জমে। তাই এই সময় রোজ চুল ধোয়ার অভ্যাস শুরু করুন। চুলে ময়লা জমলেই চুল পড়ার সমস্যা বেড়ে যায়। তাই মাথায় ত্বক সব সময় পরিষ্কার রাখুন। এই সময় বাইরে বেরোনোর সময় চুল বেঁধে বেরোলই শ্রেয়। তবে ভিজে চুল ভুলেও বাঁধবেন না।

হেয়ার মাস্ক: সপ্তাহে অন্তত দু’বার হেয়ার মাস্ক ব্যবহার করুন। হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের হারানো জেল্লা ফিরে আসবে। চুল মসৃণ দেখাবে।

হেয়ার সিরাম: চুলের পরিচর্যায় হেয়ার সিরাম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শ্যাম্পু করার পর চুল উস্কোখুস্কো দেখায়। সিরাম ব্যবহার করলে চুলে জট পড়ে না, চুলের জেল্লা বজায় থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রোদে বেরিয়ে চুলের বেহাল অবস্থা?

আপডেট সময় : ০৯:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

 

এক দিকে অতিরিক্ত রোদে চুলের রুক্ষ হয়ে যাওয়া, অন্যদিকে প্যাচপ্যাচে ঘামের চোটে ময়লা জমে চুলের দফারফা। গরমকালে যেন হাত ধরে এসে যায় চুলের নানা সমস্যা। এই সময় চুলের বাড়তি যত্ন না নিলে কিন্তু চুল পড়ার সমস্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে। গরমে চুলের প্রয়োজন অতিরিক্ত যত্ন।

ত্বকের পো়ড়া ভাব তুলতে অনেকেই আমরা বিভিন্ন প্যাক লাগাই, রোদে বেরনোর সময় সানস্ক্রিন লাগাই। কিন্তু চুল? রোদের হাত থেকে যে চুলকে কী ভাবে রক্ষা করবেন?

টুপি কিংবা স্কার্ফ: গরমের হাত থেকে চুল বাঁচাতে কাজে লাগাতে পারেন টুপি। অনলাইনে হোক বা অফলাইনে, গরম পড়লেই বাজারে নানা কায়দার টুপি পাওয়া যায়। টুপি পরে স্টাইলিশ লুক আনতে পারেন। এতে চুল যেমন রক্ষা পাবে, তেমনই রোদের হাত থেকে মাথার ত্বকও রক্ষা পাবে। টুপি পরতে ইচ্ছে না করলে বিকল্প হিসাবে স্কার্ফও ব্যবহার করতে পারেন।

সানস্ক্রিন: ত্বক বাঁচাতে যেমন গরমে সানস্ক্রিন ছাড়া রাস্তায় বেরোন না, তেমনই চুলের যত্নেও ব্যবহার করতে হবে সানস্ক্রিন। মুখে ব্যবহার করার সানস্ক্রিন আর চুলের সানস্ক্রিন কিন্তু আলাদা হয়। তাই ভাল করে দেখে নিয়ে সানস্ক্রিন কিনুন। বাজারে বিভিন্ন সংস্থার হেয়ার সানস্ক্রিন পাওয়া যায়। এর পাশাপাশি হিট প্রটেকশন হেয়ার স্প্রেও ব্যবহার করতে পারেন।

চুল ধোয়া: গরমে চুলে ধুলো, ময়লা বেশি জমে। তাই এই সময় রোজ চুল ধোয়ার অভ্যাস শুরু করুন। চুলে ময়লা জমলেই চুল পড়ার সমস্যা বেড়ে যায়। তাই মাথায় ত্বক সব সময় পরিষ্কার রাখুন। এই সময় বাইরে বেরোনোর সময় চুল বেঁধে বেরোলই শ্রেয়। তবে ভিজে চুল ভুলেও বাঁধবেন না।

হেয়ার মাস্ক: সপ্তাহে অন্তত দু’বার হেয়ার মাস্ক ব্যবহার করুন। হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের হারানো জেল্লা ফিরে আসবে। চুল মসৃণ দেখাবে।

হেয়ার সিরাম: চুলের পরিচর্যায় হেয়ার সিরাম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শ্যাম্পু করার পর চুল উস্কোখুস্কো দেখায়। সিরাম ব্যবহার করলে চুলে জট পড়ে না, চুলের জেল্লা বজায় থাকে।