মেসির কলকাতা সফরের বিশৃঙ্খলার জেরে পদত্যাগ পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর
- আপডেট সময় : ১২:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
লিওনেল মেসি মাঠ ছাড়ার পরে শনিবার স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (মাঝে, সাদা কুর্তা, কালো জ্যাকেট পরিহিত)
পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, লিওনেল মেসির কলকাতা সফরের বিশৃঙ্খলার ঘটনায়। শনিবার সল্ট লেক স্টেডিয়ামে মেসির উপস্থিতির সময় ভিড় ও বিশৃঙ্খলার কারণে ব্যাপক সমালোনার মুখে পড়েন তিনি। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে বিদ্যুৎ দফরের দায়িত্ব তিনি এখনও পালন করবেন।
মন্ত্রীর পদত্যাগের পেছনে রয়েছে ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার লক্ষ্য। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সামাজিক মাধ্যমে মি. বিশ্বাসের হাতে লেখা চিঠি প্রকাশ করেন, যেখানে তিনি স্পষ্ট করেছেন যে, ঘটনার সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে অব্যাহতি চান। মুখ্যমন্ত্রীও পদত্যাগ পত্র গ্রহণের পর ক্রীড়া দফতের কাজ নিজেই দেখাশোনা করবেন।

ঘটনার প্রেক্ষাপটে রাজ্য পুলিশের প্রধান সহ তিন কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। রাজ্য পুলিশের মহাপরিচালক রাজীব কুমার, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং অন্যান্য কর্মকর্তা–প্রশাসকরা দায়িত্ব থেকে নোটিশ বা অব্যাহতি পেয়েছেন। একটি বিশেষ তদন্তকারী দলও ঘটনার তদন্ত করছে।
মেসির সফরের দিন স্টেডিয়ামে বিশৃঙ্খলা শুরু হয় ভি আই পি ব্যক্তিদের কারণে। মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলের পাশে থাকা কিছু ব্যক্তি দর্শকরা টিকিট পেলেও মাঠে ঢুকতে পারেননি। ভিড়ের মধ্যে নিরাপত্তা বিঘ্নিত হলে মেসিকে দ্রুত নিরাপদ স্থানে সরানো হয়। এরপর দর্শক গ্যালারি ও মাঠে ভাঙচুর শুরু হয়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ওই সময় মেসির পাশে ছিলেন এবং ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মেসি মাঠ ছাড়ার পর মন্ত্রীও স্টেডিয়াম ত্যাগ করেন।

এই ঘটনার কারণে মন্ত্রী এবং পুলিশের কার্যক্রম নিয়ে চার দিন ধরে তীব্র সমালোচনা চলছে। পদত্যাগের মাধ্যমে তিনি দায়িত্বে অযোগ্যতা বা তৎপরতা না থাকা নিয়ে জনমতের চাপ এড়িয়ে নিরপেক্ষ তদন্তের সুযোগ তৈরি করতে চেয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে এমন বিশৃঙ্খলা না ঘটে। সূত্র বিবিসি



















