ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আগামী নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ উদ্যোগ একাত্তরেই বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে: তারেক রহমান সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর নির্বাচিত হলে ‘নবিজির ন্যায়ের’ ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের যে কারণে  সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করে পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার ঢাকার একটি অভিজাত হোটেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ বিবেচনার ফল।

ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যে শঙ্কা রয়েছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এর আগে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে বিসিবি আইসিসির কাছে বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্টভাবে জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে।

একই সঙ্গে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় আইসিসি। তবে সেই চাপ সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, স্বাভাবিকভাবেই আমরা সবাই চেয়েছি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে।

কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তার কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। এই ঝুঁকির আশঙ্কা কোনো অনুমান বা বায়বীয় বিশ্লেষণ থেকে আসেনি, বরং বাস্তব অভিজ্ঞতা ও নির্দিষ্ট ঘটনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ক্রিকেটারদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, কেন বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না।

এ বিষয়ে ক্রিকেটারদের অজ্ঞতার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আইসিসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশ ক্রিকেটের প্রতি আইসিসি সুবিচার করেনি। তবে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি পুনর্বিবেচনা করে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার ঢাকার একটি অভিজাত হোটেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ বিবেচনার ফল।

ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যে শঙ্কা রয়েছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এর আগে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে বিসিবি আইসিসির কাছে বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্টভাবে জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে।

একই সঙ্গে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় আইসিসি। তবে সেই চাপ সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, স্বাভাবিকভাবেই আমরা সবাই চেয়েছি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে।

কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তার কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। এই ঝুঁকির আশঙ্কা কোনো অনুমান বা বায়বীয় বিশ্লেষণ থেকে আসেনি, বরং বাস্তব অভিজ্ঞতা ও নির্দিষ্ট ঘটনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ক্রিকেটারদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, কেন বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না।

এ বিষয়ে ক্রিকেটারদের অজ্ঞতার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আইসিসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশ ক্রিকেটের প্রতি আইসিসি সুবিচার করেনি। তবে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি পুনর্বিবেচনা করে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ দেবে।