ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ
- আপডেট সময় : ০৬:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কিছু সংগঠনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল এ কর্মসূচির আহ্বান জানায়।
বিক্ষোভকে কেন্দ্র করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এলাকায় সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হাইকমিশন সংলগ্ন এলাকা তিন স্তরের ব্যারিকেডের মাধ্যমে সুরক্ষিত রাখা হয় এবং পর্যাপ্তসংখ্যক পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়।
সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে এসব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। বিশেষ করে গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় এক পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের মৃত্যুকে কেন্দ্র করে এ ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।

তবে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ঘটনাটি একটি বিচ্ছিন্ন ও দুঃখজনক অপরাধমূলক ঘটনা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চাকরি সংক্রান্ত বিরোধের জেরে একপর্যায়ে উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওই শ্রমিককে মারধর করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অভিযান চালিয়ে র্যাব ও পুলিশ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সাময়িকভাবে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। তথ্যসূত্র: দ্য হিন্দু




















