ভারতের উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্স পেল ঢাকা
- আপডেট সময় : ০৬:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ৩১৫ বার পড়া হয়েছে
ভারতের প্রতিশ্রুত ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। সর্বশেষ ৯টি অ্যাম্বুলেন্সের চালান বুধবার ঢাকায় পৌছে। এ নিয়ে উপহারের সকল অ্যাম্বুলেন্স পৌছালো বাংলাদেশে। অ্যাম্বুলেন্সের পাশাপাশি ভারতর তরফে উপহার হিসেবে দুটো অক্সিজেন প্ল্যান্ট পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ-ভারত জোড়ালো মৈত্রী বন্ধনের বিশেষ স্মারক অক্সিজেন প্ল্যান্ট উত্তাল সাগরের বুক চিড়ে পরিবহণ করে ভারতের নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সাবিত্রী’। ২ সেপ্টেম্বর অক্সিজেন প্ল্যান্ট দুটো নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছে যুদ্ধজাহাজ সাবিত্রী। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য আয়োজন অংশ নিতে চলতি বছরের মার্চ মাসে ঢাকা সফরকালে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স দেয়ার প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ
হাসিনার হাতে অ্যাম্বুলেন্সের চাবিও হস্তান্তর করেন মোদি। বেনাপোল বন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বুধবার ঢাকার পথে রওনা দেয় উপহারের অ্যাম্বুলেন্স বহর। ঢাকায় ভারতীয়
দূতাবাসের আধিকারীকরা সরকারের প্রতিনিধিদের হাতে উপহারের অ্যাম্বুলেন্সগুলো তুলে দেবার

কথা রয়েছে। বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানিয়েছেন, বন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় উপহারের অ্যাম্বুলেন্সগুলো আনুষ্ঠানিকতা শেষে ঢাকা পথে রয়েছে।





















