সংবাদ শিরোনাম ::
বিসিবি পরিচালক মোঃ আলমগীর খান আলোর মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রীর শোক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর খান আলো আজ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গুণী এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এমপি।
শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় মন্ত্রী আরও বলেন, আলমগীর খান আলো একজন সফল ক্রীড়া সংগঠক ছিলেন। দেশের ক্রিকেটের উন্নয়নসহ গোটা ক্রীড়াঙ্গনে তাঁর অনবদ্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।



















