বিদ্যুৎহীন বিস্তৃর্ণ উপকূলীয় অঞ্চল
- আপডেট সময় : ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে
প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশের সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃর্ণ উপকূল অঞ্চলে প্রায় ৪০ লাখ গ্রহক বিদ্যুৎবিহীন। উপকূলের সাতক্ষীরা, পটুয়াখালীসহ বিভিন্ন এলাকার বাঁধ ভেঙ্গে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে পড়ে। সেই বহু এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। ভেঙে গেছে বহু বাড়িঘর।
রেমালের প্রভাব শেষ হতে বিকাল গড়াবে বলে জানিয়েছে আবহাওয়ঢা অফিস। রেমালের তাণ্ডবে দ্বীপজেলা ভোলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, সাগর মোহনার মনপুরা ও চরফ্যাশন উপজেলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করছে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন সাতক্ষীরার উপকূলীয় এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক সমস্যা ও চার্জ না থাকায় জরুরি যোগাযোগ প্রায় বন্ধ।
দ্বীপজেলা ভোলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার লালমোহন উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঘরের নিচে চাপা পড়ে মনেজা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৪টার দিকে নিজ বসতঘরের নিচে চাপা পড়ে মারা যান তিনি।
পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা আ. হান্নান জানান, রাত ৪টার দিকে তীব্র ঝড়ে তাদের বসত ঘরটি বিধ্বস্ত হয়। এ সময় স্বামী আব্দুল কাদের ও নাতি বের হতে পারলেও মনেজা চাপা পড়েন। পরে প্রতিবেশীরা এসে মনেজা খাতুনের মরদেহ উদ্ধার করেন।



















