সংবাদ শিরোনাম ::
ফিরোজ আলম মিলন-এর কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
হাসপাতাল
দালান কোঠা সবই আছে নাই শুধু দক্ষ জনবল রোগী গেলে একেই আওয়াজ যন্ত্রপাতি সব বিকল।
কাগজে পত্রে পদায়ন আছে ডাক্তার বিহীন হাসপাতাল
জেলা সদরে থাকেন বাবু যাইতে চায়না মফস্বল।
কর্মস্থলে না গিয়েও বেতন তোলেন আছে উপরে তদবির
এই হলো আমাদের অসহায় দরিদ্রদের তকদির।
কোম্পানিরা পালন করে ডাক্তার বাবুর সব আবদার এ জন্য বাবু হয় কমিশনের বড় ভাগীদার।
হাসপাতালে রোগী গেলে খালি পায় না আসন বিনিময়ে মাস শেষে ক্লিনিক থেকে পায় কার্টুন।
দালালরা সব তাকিয়ে থাকে ভাগিয়ে নিতে রোগী স্বাস্থ্য সেবায় অতিষ্ঠ দিশেহারা আমরা ভুক্তভোগী।
লুটেরারা চিকিৎসার নামে জমায় বিদেশে পাড়ি এই তালিকায় যোগ হয় যাদের আছে কাড়ি কাড়ি।
স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনায় অবহেলা সকলেরই জানা দায়িত্বের আসনে বসে জাতির সাথে এ যেন প্রতারণা।




















