সংবাদ শিরোনাম ::
পেট থেকে বের হলো ১৫টি কলম!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ২৯৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
৩৫ বছরের এক ব্যক্তির এক ব্যক্তির পেট থেকে একে একে ১৫টি কলম বের আনলেন চিকিৎসকেরা। বিভিন্ন সময়ে রাস্তা থেকে কুড়িয়ে এগুলো খেয়ে ফেলেছিলো বলে জানান চিকিৎসক। ফলে সে অসুস্থ হয়ে পড়ে।
তাকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসক বিনা অপারেশনে অ্যান্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করে আনেন! বর্তমানে ওই ব্যক্তি সুস্থ্য রয়েছেন।
ঘটনাটি বাংলাদেশের উত্তরের জেলা সিরাজগঞ্জে। এখানের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা আব্দুল মোতালেবের পেট থেকে কলমগুলো বের করা হয়।
সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান জানান, মোতালেব মূলত মানসিক রোগী। আমরা তার পেট থেকে ১৫টি কলম বের করে আনি। বিভিন্ন সময়ে কলগুলো খেয়ে ফেলে বলে তাদের ধারণা।




















