সংবাদ শিরোনাম ::
নরেন্দ্র মোদি, সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আম উপহার পাঠালেন শেখ হাসিনা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ৫০৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে আম পাঠিয়েছেন।
মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের দেওয়া তথ্যানুসারে, শেখ হাসিনা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদেরও আম উপহার পাঠিয়েছেন। এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বার্তা হিসেবে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছিলেন।
এ বছর হিমসাগর ও ল্যাংড়ার মতো জনপ্রিয় সুস্বাদু আম উপহার হিসেবে দেওয়া হয়েছে। যা রাজশাহী থেকে সংগ্রহ করা হয়। রাজশাহী অঞ্চলটি উন্নত মানের সুস্বাদু আম উৎপাদনের জন্য বিখ্যাত। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের বিশিষ্ট ব্যক্তিদের অফিসে আম পাঠিয়েছেন।




















