দেশের পক্ষের শক্তি বিএনপিকে নির্বাচনে বিজয়ী করবে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৫:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের পক্ষে থাকা শক্তিগুলোই বিএনপিকে বিজয়ের পথে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বিএনপি আজ জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ছিলেন। তিনি কারাভোগ করেছেন, দীর্ঘদিন অসুস্থ থেকেছেন, কিন্তু কোনো প্রতিকূলতার মুখেও দেশ ছেড়ে যাননি। দেশের প্রতি, মাটির প্রতি তার গভীর ভালোবাসাই আজ মানুষকে আলোড়িত করছে।
তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তিকালে, যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময়ে তার চলে যাওয়া মানুষকে গভীরভাবে বেদনাহত করেছে। সে কারণেই জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। মানুষ চোখের পানি ফেলে একটাই প্রত্যয় নিয়ে ফিরেছে,
বেগম খালেদা জিয়ার অবর্তমানে গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব তারা নিজেরাই কাঁধে তুলে নেবে।
নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশের পক্ষে থাকা শক্তিগুলো যদি ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে, তবে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি বিজয়ী হবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা ও আবেগ তৈরি হয়েছে, তা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও সুসংহত হবে, এ বিশ্বাস আজ মানুষের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে।



















