ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কমান্ডার ইন চিফ হিসেবে তাঁর নির্দেশেই এই অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি তথ্য নিশ্চিত করেন।

ট্রাম্প তার বক্তব্যে আইএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, এই গোষ্ঠীটি নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে সহিংস কর্মকাণ্ডে জড়িত এবং বিভিন্ন সম্প্রদায়ের নিরীহ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী পরিকল্পিত নির্ভুলভাবে একাধিক হামলা চালিয়েছে, যার মাধ্যমে সন্ত্রাসী সক্ষমতা দুর্বল করার চেষ্টা করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকেও অভিযানের বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, নাইজেরিয়ান সরকারের সহযোগিতা সমন্বয়ের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি সন্ত্রাসবিরোধী কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন এবং ভবিষ্যতেও এমন সমন্বয় অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দেন।

যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (এএফআরআইকোম) এক বিবৃতিতে জানায়, নাইজেরিয়ার সঙ্গে যৌথ সমন্বয়ের মাধ্যমে দেশটির সোকোতো রাজ্যে বিমান হামলা চালানো হয়েছে। এতে আইএসসংশ্লিষ্ট একাধিক যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করা হয়। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা বা অভিযানের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা নতুন নয়। সাম্প্রতিক এই অভিযানকে সেই যৌথ উদ্যোগেরই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধরনের অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে আঞ্চলিক নিরাপত্তায় সমর্থন জোরদার করছে, অন্যদিকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তাও দিচ্ছে।

তবে একই সঙ্গে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়ানো এবং স্থানীয় পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ বিবেচ্য হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আপডেট সময় : ০৪:২০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কমান্ডার ইন চিফ হিসেবে তাঁর নির্দেশেই এই অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি তথ্য নিশ্চিত করেন।

ট্রাম্প তার বক্তব্যে আইএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, এই গোষ্ঠীটি নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে সহিংস কর্মকাণ্ডে জড়িত এবং বিভিন্ন সম্প্রদায়ের নিরীহ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী পরিকল্পিত নির্ভুলভাবে একাধিক হামলা চালিয়েছে, যার মাধ্যমে সন্ত্রাসী সক্ষমতা দুর্বল করার চেষ্টা করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকেও অভিযানের বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, নাইজেরিয়ান সরকারের সহযোগিতা সমন্বয়ের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি সন্ত্রাসবিরোধী কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন এবং ভবিষ্যতেও এমন সমন্বয় অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দেন।

যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (এএফআরআইকোম) এক বিবৃতিতে জানায়, নাইজেরিয়ার সঙ্গে যৌথ সমন্বয়ের মাধ্যমে দেশটির সোকোতো রাজ্যে বিমান হামলা চালানো হয়েছে। এতে আইএসসংশ্লিষ্ট একাধিক যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করা হয়। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা বা অভিযানের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা নতুন নয়। সাম্প্রতিক এই অভিযানকে সেই যৌথ উদ্যোগেরই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধরনের অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে আঞ্চলিক নিরাপত্তায় সমর্থন জোরদার করছে, অন্যদিকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তাও দিচ্ছে।

তবে একই সঙ্গে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়ানো এবং স্থানীয় পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ বিবেচ্য হিসেবে দেখা হচ্ছে।