চোখ রাঙাচ্ছে ডেঙ্গু একদিনে আক্রান্ত ২১১জন
- আপডেট সময় : ০৭:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
দেশের সকল স্থানেই ছড়াচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। মৌসুমের সর্বোচ্চ ২১১ ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছে মঙ্গলবার। এটি চলতি বছরে এক দিনে ডেঙ্গু আক্রান্তা সর্বোচ্চ রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এতথ্য দিয়ে জানিয়ে বলেছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একব্যক্তি মারা গেছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ২৭ জনের মৃত্যু হলো।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৭৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ১২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
এ বছর ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৬০১ জন হাসপাতালে ভর্তি চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ঢাকায় ২ হাজার ৭৩৬ জন এবং ঢাকার বাইরে ৮৬৫ জন চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭১ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ১৩৮ এবং ঢাকার বাইরে ৭৩৩ জন।
উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে ৭ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।




















