কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যায় ৬ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ
- আপডেট সময় : ০৭:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ২৭৩ বার পড়া হয়েছে
ভয়েস রিপোর্ট , ঢাকা
বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধাকে হত্যার দায়ে জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ৬ সদস্যকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় ৬ জেএমবি সদস্যকে মৃত্যুদণ্ড প্রদান করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত ছয় জঙ্গির মধ্যে জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজীব গান্ধী, রিয়াজুল ইসলাম ওরফে
মেহেদী, গোলাম রাব্বানী, হাসান ফিরোজ ওরফে মোখলেস, মাহবুব হাসান মিলন ওরফে হাসান, আবু নাসির ওরফে রুবেল। এর মধ্যে রিয়াজুল ইসলাম ছাড়া অপর আসামিরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে বিশেষ নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত জঙ্গিদের কারাগারে পাঠানো হয়। ২০১৬ সালের ২২ মার্চ উত্তরজনপদের কুড়িগ্রাম শহরের কৃষ্ণপুর গাড়িয়াল পাড়ায় ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী প্রাতঃভ্রমণে বের হলে জঙ্গিরা তাকে কুপিয়ে হত্যার পর বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।





















