কুমিল্লায় আন্তঃ কলেজ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৩২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ৩৮৭ বার পড়া হয়েছে
কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজে আন্তঃ কলেজ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের
আয়েশা নুর, কুমিল্লা
কুমিল্লা শিক্ষা বোর্ডে এই গুণি শিক্ষাপেমীর হাত ধরেই জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা এবং ভলিবল মাঠে গড়িয়েছে। যা কিনা ৫বছর আগেই প্রস্তাব করেছিলেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের।
বুধবার কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ মাঠে আন্তঃকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় প্রফেসর জামাল নাছের বলেন, তোমাদের মধ্যে থেকেই কেউ হবে কূটনীতিক, কেউ হবে সাকিব আল হাসান। ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মান তোমাদের শপথ শপদ নিয়ে এগিয়ে যেতে হবে।
সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন স্লোগানে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া, ইস্পাহানী পাবলিক স্কুলে ও কলেজ উপাধ্যক্ষ মোঃ ছুফি উল্লাহ। সভাপতিত্ব করেন ইস্পাহানী পাবলিক স্কুলে ও কলেজ অধ্যক্ষ লেঃ কর্নেল ফারজানা বাসার লিজা।

আন্তঃকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতায় ৬টি কলেজ অংশগ্রহণ করে। কলেজগুলো হলো-ফিরোজ মিয়া সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, শশীদল আলহাজ মুহাম্মাদ আবু তাহের কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
একই দিনে বিকেলের পর্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ইস্পাহানী পাবলিক স্কুলে ও কলেজ অধ্যক্ষ লেঃ কর্নেল ফারজানা বাসার লিজা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, রানার আপ শশীদল আলহাজ মুহাম্মাদ আবু তাহের কলেজ।



















