করোনায় মৃত্যু বাড়ছে, বেলাগাম আক্রান্তেও
- আপডেট সময় : ০৮:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১ ২১৩ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
করোনায় মৃত্যু-আক্রান্তর যাত্রায় সমানতাল। প্রতিনিয়ত উচ্চমুখী সংক্রমণ। তালিকা দীর্ঘ হচ্ছে মৃত্যুর। একদিনে মৃত্যু ২৪৬ এবং নতুন করে আক্রান্ত ১৫ হাজার ৯৮৯ জন। এ নিয়ে মৃতের
সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ১৬২ জনে। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের তরফে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৯৩৭ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা সম্ভব হয়েছে ৫৩ হাজার ৪৬২টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৯ দশমিক ৯১
শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৩২ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৮২ জন। যা নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে মারা যাওয়া ২৪৬ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩২ জন, ৬১ থেকে ৭০ বছরের
মধ্যে ৭১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৪ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন ও ০ থেকে ১০ বছরের মধ্যে ২ জন রয়েছে।

মৃতদের মধ্যে পুরুষ ১৩৭ জন ও মহিলা ১০৯ জন। যাদের মধ্যে বাসায় ১৫ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন,
রাজশাহী বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা তথা কভিড ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিনের মাথায় অর্থাৎ মৃত্যু গণনা শুরু হয় ১৮ মার্চ থেকে।




















