কব্জি দিয়ে লিখে এসএসসি পরীক্ষা
- আপডেট সময় : ০৬:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১ ৩১৭ বার পড়া হয়েছে
ছবি সংগৃহিত
দু’হাতের আঙ্গুল নেই। কব্জিতে লিখে চলমান এসএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কর্তৃপক্ষের দেওয়া বাড়তি সময়কে দয়া মনে করেন। তাই বাড়তি সময় নয়, বরং অন্যান্য পড়ুয়াদের ন্যায় নির্ধারিত সময়ে পরীক্ষা দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন মেধাবী মোবার আলী। সোমবার বিজ্ঞান বিভাগের পড়ুয়া হিসাবে গণিত বিষয়ের পরীক্ষা দিয়েছেন মোবারক।
শারীরিক প্রতিবন্ধী মোবারক আলী বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা। বাবা দিনমজুর এনামুল হক। জন্মের পর থেকে এভাবেই বেড়ে ওঠা তার।
দু’হাত অচল হলেও কিছুতেই দমে যাননি লড়াকু এই তরুণ।
২০১৮ সালে কাশিপুর উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। কঠোর পরিশ্রম করে বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে সে। ভাল রেজাল্ট করে বাবা-মাসহ শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে চান মোবারক।
কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হক জানান, মোবারক প্রতিবন্ধী হলেও যথেষ্ট মেধাবী এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও খুবই পারদর্শী। তাদের আশা ভাল ফলাফল করে সবার মুখ উজ্জ্বল করবে।

























