এবারে চড়াই থাকল ইলিশের দাম
- আপডেট সময় : ০৯:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ভরমৌসুম থেকে ইলিশের দামের উর্ধগতি তা আর স্বাভাবিক অবস্থায় ফিরল না। আজ মঙ্গলবার বাজারে ৬ গ্রামের ইলিশ বিক্রি হতে দেখা গেছে ১ হাজার টাকা কেজি।
আর মৌসুমের শেষে এসেতো আর বাড়বে। ক্রেতারা বলছেন, বাংলাদেশের বাজারে এতোটা দাম বাড়ল ইলিশের যা জীবনে এই প্রথমবার প্রত্যক্ষ করলেন তারা। এ বছর জাতীয় মাছটির তেমন স্বাদ নিতে পারেননি বহু মানুষ।
দ্রব্যমূল্যের উর্ধগতি, নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের দাম এবং আয়রোজগার কমে যাওয়ায় ইলিশ মাছ কেনা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এর মধ্যে ভারতে ইলিশ রপ্তানির সুযোগে একশ্যেণীর মুনাফালোভি ব্যবসায়ী ইলিশের দাম আরও একদফা বাড়িয়ে দিয়েছে।
ইলিশ মাছ আহরণ এবং সংশ্লিষ্ট খাতে প্রায় ৩২ লাখ মানুষ জড়িত রয়েছে। এরমধ্যে প্রায় ৭ লাখ মানুষ প্রত্যক্ষভাবে ইলিশ ধরা এবং প্রায় ২৫ লাখ মানুষ ইলিশের জাল এবং অন্যান্য সরঞ্জাম যেমন বরফ, পরিবহন, বিপণন, বিক্রয় এবং অন্যান্য ক্ষেত্রে পরোক্ষভাবে জড়িত।
সরকারি তথ্য অনুযায়ী, ১৯৯৯-২০ অর্থবছরে ইলিশের আহরণের পরিমাণ ছিল ২ লাখ ১৯ হাজার টন। ২০২১-২২ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৬৭ হাজার টনে। বিএফআরআই-র মতে, বর্তমানে ইলিশের সর্বোচ্চ টেকসই ফলন ৭ লাখ ২ হাজার টন।
বাংলাদেশ হিমায়িত খাদ্য রফতানিকারক সমিতি (বিএফএফইএ) সূত্রে জানা গেছে, বাংলাদেশ বছরে প্রায় ৬ লাখ টন ইলিশ আহরণ হয়। সেখান থেকে ৪ থেকে ৫ হাজার টন ইলিশ রফতানি হলে বাজারে তেমন কোনও প্রভাব পড়ে না। বরং ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার সমান বৈদেশিক মুদ্রা আয় হয়।
জানা গেছে, বাংলাদেশে মোহনা থেকে সমুদ্রের ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার উজানে ও উপকূল থেকে ২৫০ কিলোমিটার দূর পর্যন্ত ইলিশ পাওয়া যায়।
দিনে ৭০ থেকে ৭৫ কিলোমিটার পথ পাড়ি দেওয়া ইলিশ সাগর থেকে যতই নদীর মিষ্টি পানির দিকে আসে, ততই এর শরীর থেকে লবণ খসে যায় এবং এর স্বাদ বাড়ে। বর্তমানে দেশের সমুদ্র, মোহনা ও উপকূলসহ ৩৮টি জেলার ১০০টি নদ-নদীতে ইলিশ পাওয়া যায়।
দুর্গাপূজা উপলক্ষে এবারও ভারতে ৪ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্যমন্ত্রণালয়। কিন্তু ইলিশের উচ্চমূল্য নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করে এ সিদ্ধান্তের সমালোচনাও করেছেন। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, এত পরিমাণ ইলিশ আহরণের পরও চড়া দাম।




















