ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা

এএইচএফ কাপ টুর্নামেন্টে শ্রীলংকাকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে

এএইচএফ কাপ টুর্নামেন্টে শ্রীলংকাকে উড়িয়ে দিল বাংলাদেশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলাদেশ নারী হকি দল জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্টে উড়ন্ত ফর্মে আছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত লাল-সবুজের প্রতিনিধিরা টানা তিন জয় পেয়েছে।সিঙ্গাপুরে চলমান টুর্নামেন্টে মঙ্গলবার শ্রীলংকাকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে বাংলাদেশ তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে সবার শীর্ষে ওঠে গেল তারা।

অনূর্ধ্ব-২১ দলের এই টুর্নামেন্টে নারী বিভাগে সাতটি দল অংশগ্রহণ করছে। শীর্ষ চার দল জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পাবে।

টানা তিন জয়ে বাংলাদেশ এশিয়া কাপ নিশ্চিত করার পথে জানিয়ে নারী দলের ম্যানেজার তারিক উজ জামান বলেন, ‘এই টুর্নামেন্টের শীর্ষ চার দল পরের ধাপে খেলার সুযোগ পাবে। টানা তিন জয় আমাদের চতুর্থ স্থান অনেকটাই নিশ্চিত।’

ম্যাচের দ্বিতীয় মিনিটেই রিয়া আফরিনের গোলে লিড নেয় বাংলাদেশ। এর দুই মিনিট পর শ্রীলংকার রাজাপাকসে দিলানী টানা দুই গোল করলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে শ্রীলংকা ২-১ স্কোরলাইনে এগিয়ে থেকে শেষ করে।

দ্বিতীয় কোয়ার্টার পুরোটাই বাংলাদেশময়। নাদিরা ইমা ১৯তম মিনিটে বাংলাদেশের হয়ে সমতা আনেন। এরপর ২৪-২৮তম মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন অর্পিতা পাল। থাইল্যান্ডের বিপক্ষেও তিনি জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছিলেন।

অর্পিতা ঝড়ের পরপরই সোনিয়া খাতুন আরেকটি গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ৫ গোল আদায় করে ৬-২ স্কোরলাইন করে।

তৃতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে অর্পিতা আরেকটি গোল করেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে বাংলাদেশ ৭-২ গোলের বড় জয় পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এএইচএফ কাপ টুর্নামেন্টে শ্রীলংকাকে উড়িয়ে দিল বাংলাদেশ

আপডেট সময় : ০৯:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

 

বাংলাদেশ নারী হকি দল জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্টে উড়ন্ত ফর্মে আছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত লাল-সবুজের প্রতিনিধিরা টানা তিন জয় পেয়েছে।সিঙ্গাপুরে চলমান টুর্নামেন্টে মঙ্গলবার শ্রীলংকাকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে বাংলাদেশ তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে সবার শীর্ষে ওঠে গেল তারা।

অনূর্ধ্ব-২১ দলের এই টুর্নামেন্টে নারী বিভাগে সাতটি দল অংশগ্রহণ করছে। শীর্ষ চার দল জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পাবে।

টানা তিন জয়ে বাংলাদেশ এশিয়া কাপ নিশ্চিত করার পথে জানিয়ে নারী দলের ম্যানেজার তারিক উজ জামান বলেন, ‘এই টুর্নামেন্টের শীর্ষ চার দল পরের ধাপে খেলার সুযোগ পাবে। টানা তিন জয় আমাদের চতুর্থ স্থান অনেকটাই নিশ্চিত।’

ম্যাচের দ্বিতীয় মিনিটেই রিয়া আফরিনের গোলে লিড নেয় বাংলাদেশ। এর দুই মিনিট পর শ্রীলংকার রাজাপাকসে দিলানী টানা দুই গোল করলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে শ্রীলংকা ২-১ স্কোরলাইনে এগিয়ে থেকে শেষ করে।

দ্বিতীয় কোয়ার্টার পুরোটাই বাংলাদেশময়। নাদিরা ইমা ১৯তম মিনিটে বাংলাদেশের হয়ে সমতা আনেন। এরপর ২৪-২৮তম মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন অর্পিতা পাল। থাইল্যান্ডের বিপক্ষেও তিনি জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছিলেন।

অর্পিতা ঝড়ের পরপরই সোনিয়া খাতুন আরেকটি গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ৫ গোল আদায় করে ৬-২ স্কোরলাইন করে।

তৃতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে অর্পিতা আরেকটি গোল করেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে বাংলাদেশ ৭-২ গোলের বড় জয় পায়।