ইউরোপের পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি উদ্ধার ৩৩
- আপডেট সময় : ০৯:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১ ২৮৯ বার পড়া হয়েছে
ইউরোপের হাত ছানি ভূমধ্যসাগরের অথৈ জলরাশি ভাসিয়ে নিয়েছে। লিবিয়া উপকূল থেকে সাগর পারি দেবার সময় তিউনিসিয়া উপকূলে নৌকাটি ডুবির ঘটনা। এসময়ে ৩৩জনকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী। তারা সবাই বাংলাদেশি। মঙ্গলবারের ঘটনা।
জানা যায়, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫০ যাত্রী নিখোঁজ হয়েছেন। এছাড়া ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। নিখোঁজ ব্যক্তিরা কোনো দেশের তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা বাংলাদেশ ও সুদানের নাগরিক।
আইওএম’র ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সবাই বাংলাদেশি। রবিবার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন।
তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন লিবিয়া থেকে ছাড়ার সময় নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন।



















