৭ ফেব্রুয়ারি ভারত সফর করবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. হাছান
- আপডেট সময় : ০৩:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশের নবনিযুক্ত বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদ আগামী ৭ই ফেব্রুয়ারি নয়াদিল্লি সফরে আসছেন। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে ৭ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। বৃহস্পতিবার তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভা ১১ জানুয়ারি শপথ নেয়। এই মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রী দায়িত্ব পান হাছান মাহমুদ। আগের মন্ত্রিসভায় তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
বাংলাদেশের নতুন বিদেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর হাছান মাহমুদকে ১৪ জানুয়ারি অভিনন্দন জানান ভারতের এস জয়শঙ্কর। পর দিন হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন জয়শঙ্কর।
বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর করবেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া তাঁর ভারত সফরটি তিন দিনের হতে পারে। সফরে অনুষ্ঠেয় বৈঠকের আলোচ্যসূচি, সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। এসব নিয়ে এখন কাজ চলছে।




















