দেশের প্রত্যেক জেলায় রেল সংযোগ চালু হবে : রেলপথ মন্ত্রী
- আপডেট সময় : ১০:২৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১ ৩০১ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত
২৫ সেপ্টেম্বর ফের সিরাজগঞ্জ এক্সপ্রেসের হুইসেল বাজবে
দেশজুড়ে সম্প্রসারিত হচ্ছে রেলপথ। সেই সঙ্গে যাত্রী বান্ধব ট্রেন চলাচল নিশ্চিতে কাজ করে চলেছে রেলপথ মন্ত্রক। একের পর এক খুলছে বন্ধ থাকা রেলপথ। যুক্ত হচ্ছে নতুন নতুন স্টেশন-
ট্রেন। জনপ্রিয় ও সাশ্রয়ী ট্রেনকে যাত্রীবান্ধব করে তুলছে আলাদা ‘রেলপথ মন্ত্রক’ আলাদা করা হয়েছে।
বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার দুর্দর্শিতা রেলকে গতিশীল করেছে। বর্তমান স্বচ্ছন্দময় ট্রেনযাত্রা যে কোন সময়ের চেয়ে যে অনুকরণীয়।
করোনা পরিস্থিতিতে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করলেও দাঁড়িয়ে ভ্রমণের কোন সুযোগ রাখেনি রেলভবন। তাতে করে বিনে ভাড়ায় ট্রেনে ভ্রমণ কমেছে। লোকসানও কমছে।
দেশের প্রত্যন্ত অঞ্চলে যুক্ত হচ্ছে রেলপথ। যে এলাকার মানুষ ট্রেনের কথা চিন্তাও করতে পারেনি, সেখানে তৈরি হয়েছে স্বপ্নের রেলপথ। স্বপ্নবাস্তবায়ন করেছে হাসিনা সরকার।
বর্তমান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন রেলের উন্নয়ন তদারকিতে সারাদেশ ঘুরে বেড়াচ্ছেন। তার ভাষায় রেলকে যাত্রীবান্ধব করতে যা যা দরকার তার সবটাই করা হচ্ছে।
এদিকে ২৫ সেপ্টেম্বর হুইসেল বাজবে সিরাজগঞ্জ এক্সপ্রেসের। করোনাকালীন সময়ে এটি সাময়িক বন্ধ রাখা হয়েছিলো। বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন রেলপথ মন্ত্রী।
রেলপথ মন্ত্রকের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসময় বলেন, হাসিনা সরকার জনবান্ধব সরকার, উন্নয়নের সরকার। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের হাত ধরে সুবিধা বেড়েই চলেছে।
মন্ত্রী আরও বলেন, রেলকে একসময় ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে আলাদা গুরুত্ব দিয়েছেন। রেলকে ঢেলে সাজাচ্ছেন। রেল সাধারণের বাহন হিসেবে যোগাযোগ
ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী দিনে রেলকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে চলেছে রেলপথ মন্ত্রক।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। চলতি মাসেই পরামর্শক নিয়োগের চুক্তি হবার কথা রয়েছে।
মন্ত্রী বলেন, সিরাজগঞ্জে আইসিটি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। যার মাধ্যমে ভারতের সঙ্গে রেলপথে পণ্য আমদানি-রফতানি করা হবে। সিরাজগঞ্জবাসীর অন্যান্য দাবিগুলো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, রেলের উন্নয়নে সরকার
সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ছড়িয়ে দিতে কাজ করছে। বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ কাজ চলছে। পদ্মা সেতুতেও রেল সংযোগ দেয়া হচ্ছে। দেশের প্রত্যেকটা জেলায় রেল সংযোগ ব্যবস্থা চালুর জন্য সরকার কাজ করছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান প্রমুখ। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত
মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত হোসেন, পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
























