হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের
- আপডেট সময় : ০১:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপিল দাখিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
তিনি জানান, আপিলে মোট আটটি গ্রাউন্ড উত্থাপন করা হয়েছে। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের গুরুতরতা, পরিকল্পিত সহিংসতা ও এর ভয়াবহ প্রভাব বিবেচনায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।
আমাদের মতে, এই অপরাধের জন্য আমৃত্যু কারাদণ্ড যথেষ্ট নয়, মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি, বলেন তিনি।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অভিযোগে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। তবে পৃথক আরেকটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এই আপিল করা হলো।
প্রসিকিউশন আশা প্রকাশ করেছে, আপিল শুনানিতে আদালত অপরাধের মাত্রা ও প্রমাণের আলোকে বিষয়টি পুনর্বিবেচনা করবেন।




















