স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ ইসলামি দল
- আপডেট সময় : ১২:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু হয়। এতে আট দলের শীর্ষনেতাসহ সবস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে সকালে শাপলা চত্বর থেকে জামায়াতের মিছিল পুরানা পল্টনে এসে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা নির্বাচনের আগে গণভোট আয়োজন, জুলাই জাতীয় সনদের আইনি বাস্তবায়ন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামত প্রতিফলনের একমাত্র পথ গণভোট এবং নির্বাচনের আগে তা আয়োজন করতে হবে। তারা অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক কাঠামোয় ইসলামী দলগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী।
এর আগে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিত স্মারকলিপি দেবো। আমাদের দাবি একেবারে পরিষ্কার-গণভোট নির্বাচনের আগে এবং পৃথক দিনে হতে হবে।
দলগুলোর পাঁচ দফা দাবি হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, সংসদের দুই কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী সরকারের জুলুম–নির্যাতন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারপন্থী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা।
আন্দোলনে অংশ নেওয়া আট ইসলামি দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।




















