শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ২০৫ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলগুলোও দ্রুত খুলে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন ঘরে থেকে কোমলমতি শিশুরা অসুস্থ হয়ে
যাচ্ছে। একারণে পরিস্থিতি অনুকূলে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার নির্দেশ দেন। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবদের বৈঠক শেষে সাংবাদিকদের এতথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার
আনোয়ারুল ইসলাম। পাশাপাশি সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম যেন অনলাইনে বা ডিজিটাল পদ্ধতিতে পূর্ণোদ্দমে চলে, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন হাসিনা। সচিব
জানান, বাংলাদেশ এখন পর্যন্ত ২১ কোটি ৪ লক্ষ ডোজ করোনা টিকার প্রতিশ্রুতি পেয়েছে। এরমধ্যে ২ কোটি ৫ লক্ষ ডোজ দেয়া হয়েছে। এখন ১ কোটি ৪ লক্ষ ডোজ টিকা সরকারের কাছে
মজুত রয়েছে। পর্যায়ক্রমে এগুলো দেয়া হচ্ছে। ঢাকার শেরেবাংলা নগরের পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন
হাসিনা। বৈঠকে সংশ্লিষ্ট সচিব জানান, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থা নিচ্ছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয়, দ্রুত স্কুলগুলোও খুলে দেওয়ার ব্যবস্থা করেন। কারণ,
বাচ্চারা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে। জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।




















