সংবাদ শিরোনাম ::
শর্মিষ্ঠা বিশ্বাসের কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ৩৫৬ বার পড়া হয়েছে
শর্মিষ্ঠা বিশ্বাস
ফিরে গেলো বনমোরগ
সকালের রোদ সুপুরি গাছের শরীর বেয়ে নামার সময় সঙ্গে করে নিয়ে এলো পুরোনো দিনের বনমোরগ’কে।
বাগানময় খুটখুট চলন
একটা মস্ত ঝুড়ি নিয়ে দৌড়চ্ছে কৃষ্ণ – ওটা ফাঁদ!
প্রাণীটা প্রতিটি লক্ষ্যকে টপকে যাচ্ছে…
ঘনঘোর মেঘে ঢেকে গেলো আকাশ।
যাঃ!
দেশ থেকে
গাছ থেকে
রোদের সন্তান বনমোরগ কালের সীমা পেরিয়ে গেছে
আর
রেখে গেছে উল্টানো ঝুড়িকে।
এখন
আমাদের আদি জন্মের কৃষ্ণ পৃথিবী ফাঁদ
উল্টে পড়ে আছে একটি বর্ষার আনাচ-কানাচে।
























