লীনা সুলতানার কিবিতা ‘সম্মোহনী স্বপ্ন’
- আপডেট সময় : ০৮:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে
‘সম্মোহনী স্বপ্ন’
পুরোনো দাম্পত্যের মতো আলগা সম্পর্ক
আজকাল ঘুমের সাথে আমার,
বিছানায় এলেও চোখের পাতা
জড়িয়ে ধরেনা আর।
ঘুমের ঔষধেরাও শিখে নিয়েছে
আমারই মত রাত জাগা,
নিদ্রাহীন নয়ন জুড়িয়ে দিতে
তারাও দেয়না একটুকু ঘুম ধার।
অতীত স্মৃতিরা পাশ বালিশের সিঁধ কেটে
কখন যেন চুরি করে নেয় ক্ষণ ,
নীল ডাইরির পাতায় জমে শব্দরা
অনেকটা যেনো কবিতার মতন।
রাত্রির শেষ প্রহরে ঢুলুঢুলু দুটি চোখে,
যখন অপেক্ষায় থাকি সকাল কখন হবে
তখনই ভোরের করিডোর ধরে
কোথা থেকে যেন সম্মোহনী স্বপ্নরা আসে,
জড়িয়ে নেয় তারা আমায় ভালোবেসে।
তন্দ্রাহীন চোখে রূপকথার ছবি এঁকে
নিয়ে চলে আমায়,অচিন স্বপ্নলোকে।
ভোরের নাগাল ফাঁকি হয়েই থাকে।
(লীনা সুলতানা বাংলাদেশি একজন লেখিকা। অল্প লেখা পড়েও ধারণা মেলে ‘তিনি একজন সফল’ লেখক। যতটুকুই লিখেন, তার সঙ্গে মমতা মিশে আছে, তা বেশ বোঝা যায়। লেখক যত বেশি লিখবেন, আমরা ততটা উপকৃত হব)




















