ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ

মাথা তুলে দাঁড়াচ্ছেন প্রান্তিক নারী-উদ্যোক্তা, মিলছে সহজ শর্তে ঋণ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ ৩০৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বক্তব্য রাখছেন এমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ছবি সংগ্রহ

গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ১০০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। যার মধ্যে ৬৬ দশমিক ৭৫ শতাংশ পুরুষ এবং ৩৩ দশমিক ২৫ শতাংশ ঋণ নারী-উদ্যোক্তা রয়েছেন।

ঋণপ্রাপ্ত উদ্যোক্তার ৮৩ দশমিক ২৪ শতাংশ উদ্যোক্তাই ছিলেন ঢাকার বাইরের। সেই ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও প্রণোদনার বেশি পরিমাণ অর্থ দেশের পল্লী ও প্রান্তিক পর্যায়ের

উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে এরই মধ্যে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে এসএমই ফাউন্ডেশন।

চলতি অর্থবছরেও ২০০ কোটি টাকা ঋণ বিতরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার বেশিরভাগ নারী-উদ্যোক্তার মাঝে বিতরণ করতে চায় এসএমই ফাউন্ডেশন। নারী-উদ্যোক্তা এ

সংক্রান্ত বিষয়ে ঋণের জন্য কাগজপত্র তৈরি, নিয়মকানুন সম্পর্কে অবহিত করা, ব্যাংকারদের সঙ্গে ম্যাচমেকিংসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের

মধ্যেই ২০০ কোটি টাকা বিতরণ শেষ করতে চায় সংস্থাটি। পরবর্তীতে সরকারের কাছে করোনায় ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তাদের জন্য আরও অর্থ চাওয়া হবে।

চট্টগ্রামে নারী-উদ্যোক্তা-ব্যাংকার ম্যাচমেকিং সভায় এসএমই ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এসব তথ্য তুলে ধরেন। এসময় ক্ষুদ্র ও নারী-উদ্যোক্তাদের প্রণোদনার

ঋণ বিতরণের ক্ষেত্রে নিয়মকানুন সহজ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট (ইনচার্জ) আবিদার মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আরিফ হোসেন খান।

ড. মো. মফিজুর রহমান তিনি বলেন, গত অর্থবছরে মোট ঋণপ্রাপ্ত উদ্যোক্তার ৮৩ দশমিক ২৪ শতাংশ উদ্যোক্তাই ছিলেন ঢাকার বাইরের। সেই ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও প্রণোদনার

অর্থ বেশি পরিমাণে দেশের পল্লী ও প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে এরই মধ্যে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে এসএমই ফাউন্ডেশন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের দ্বিতীয় দফার প্রণোদনার

আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের মধ্যে ২০২০-২০২১ অর্থবছরে ১০০ কোটি টাকা ঋণ বিতরণ করে এসএমই ফাউন্ডেশন। চলতি অর্থবছরে আরও ২০০ কোটি টাকা এসএমই ফাউন্ডেশনের অনুকূলে বরাদ্দ দেয় অর্থ বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাথা তুলে দাঁড়াচ্ছেন প্রান্তিক নারী-উদ্যোক্তা, মিলছে সহজ শর্তে ঋণ

আপডেট সময় : ০৭:৪৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১

বক্তব্য রাখছেন এমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ছবি সংগ্রহ

গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ১০০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। যার মধ্যে ৬৬ দশমিক ৭৫ শতাংশ পুরুষ এবং ৩৩ দশমিক ২৫ শতাংশ ঋণ নারী-উদ্যোক্তা রয়েছেন।

ঋণপ্রাপ্ত উদ্যোক্তার ৮৩ দশমিক ২৪ শতাংশ উদ্যোক্তাই ছিলেন ঢাকার বাইরের। সেই ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও প্রণোদনার বেশি পরিমাণ অর্থ দেশের পল্লী ও প্রান্তিক পর্যায়ের

উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে এরই মধ্যে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে এসএমই ফাউন্ডেশন।

চলতি অর্থবছরেও ২০০ কোটি টাকা ঋণ বিতরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার বেশিরভাগ নারী-উদ্যোক্তার মাঝে বিতরণ করতে চায় এসএমই ফাউন্ডেশন। নারী-উদ্যোক্তা এ

সংক্রান্ত বিষয়ে ঋণের জন্য কাগজপত্র তৈরি, নিয়মকানুন সম্পর্কে অবহিত করা, ব্যাংকারদের সঙ্গে ম্যাচমেকিংসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের

মধ্যেই ২০০ কোটি টাকা বিতরণ শেষ করতে চায় সংস্থাটি। পরবর্তীতে সরকারের কাছে করোনায় ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তাদের জন্য আরও অর্থ চাওয়া হবে।

চট্টগ্রামে নারী-উদ্যোক্তা-ব্যাংকার ম্যাচমেকিং সভায় এসএমই ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এসব তথ্য তুলে ধরেন। এসময় ক্ষুদ্র ও নারী-উদ্যোক্তাদের প্রণোদনার

ঋণ বিতরণের ক্ষেত্রে নিয়মকানুন সহজ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট (ইনচার্জ) আবিদার মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আরিফ হোসেন খান।

ড. মো. মফিজুর রহমান তিনি বলেন, গত অর্থবছরে মোট ঋণপ্রাপ্ত উদ্যোক্তার ৮৩ দশমিক ২৪ শতাংশ উদ্যোক্তাই ছিলেন ঢাকার বাইরের। সেই ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও প্রণোদনার

অর্থ বেশি পরিমাণে দেশের পল্লী ও প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে এরই মধ্যে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে এসএমই ফাউন্ডেশন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের দ্বিতীয় দফার প্রণোদনার

আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের মধ্যে ২০২০-২০২১ অর্থবছরে ১০০ কোটি টাকা ঋণ বিতরণ করে এসএমই ফাউন্ডেশন। চলতি অর্থবছরে আরও ২০০ কোটি টাকা এসএমই ফাউন্ডেশনের অনুকূলে বরাদ্দ দেয় অর্থ বিভাগ।