মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির
- আপডেট সময় : ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার সময় এখন আর নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে সাম্প্রতিক হামলার ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রাজধানীর মিরপুর এলাকায় দলের কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানান জামায়াত আমির। তিনি বলেন, “আমরা এই নোংরা মবের ঘটনার ঘোরতর নিন্দা জানাই। আমরা চাই, এখানেই মব রাজনীতির অবসান হোক। মানুষ এখন অনেক বেশি সচেতন। মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন শেষ হয়ে গেছে।”
ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে তাদের নিজস্ব বক্তব্য, অঙ্গীকার ও আদর্শ স্পষ্টভাবে তুলে ধরতে হবে। জনগণ অতীত ও বর্তমান কর্মকাণ্ড বিচার করে ভবিষ্যতে কাকে বিশ্বাস করবে, সে সিদ্ধান্ত নিজেরাই নেবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জামায়াতে ইসলামী সব ধরনের সহযোগিতা করবে। তবে যারা নাশকতা বা সহিংসতায় জড়িত থাকবে, তাদের পরিচয় বা প্রভাব বিবেচনা না করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট—আমরা ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা চাই। ৩০০ আসনের সব প্রার্থীর প্রতি আমার অনুরোধ, দয়া করে মানুষকে স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে দিন।”
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে যেই নির্বাচিত হোক না কেন, রাজনৈতিক দলগুলোর উচিত সেই ফলাফল মেনে নেওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতার মনোভাব বজায় রাখা।


















