মনোনয়ন জমার সময় বাড়ছে না, জানালেন ইসি সচিব আখতার আহমেদ
- আপডেট সময় : ০৭:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। ফলে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী সোমবার বিকেল ৫টায় মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হয়েছে।
সোমবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে মনোনয়নপত্র দাখিলের সময় দুই দিন বাড়ানো হতে পারে, এমন গুঞ্জন ছড়ালেও ইসি সচিবের ঘোষণায় তা নাকচ হয়ে যায়। তিনি স্পষ্ট করেন, নির্ধারিত সময়ের পর আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত জমা পড়া মনোনয়নপত্র যাচাই–বাছাই করবেন। বাছাইয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট পক্ষ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল দায়ের করতে পারবেন। এসব আপিলের নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
এ ছাড়া তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে ঘিরে নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।



















