ভারতকে মোকাবিলা করতেই তালেবানের জন্ম দিয়েছে পাকিস্তান
- আপডেট সময় : ১০:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১ ২৫৮ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
ভারতকে মোকাবিলা করতেই তালিবানের জন্ম দিয়েছে পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন মন্তব্য করেছেন আফগানিস্তানের প্রাক্তন উপ-বিদেশমন্ত্রী মাহমুদ সাইকাল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, সাবেক পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের ‘উদ্ধৃতি দিয়ে’ টুইটারে সাইকাল বলেন, ‘পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট
মুশাররফ একসময় বলেছিলেন, ভারতকে বেকায়দায় ফেলতেই তালিবানের জন্ম দিয়েছে পাকিস্তান।
এখন ইমরান খানের দল পিটিআই মনে করে দাসত্বের শিকল ভেঙে বেড়িয়ে এসেছে তালিবান। আবার অন্য দিকে শাহ মাহমুদ কুরেশি এবং ইউসুফ মইদ তালিবানের সঙ্গে গোটা বিশ্বের সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
According to @P_Musharraf “Pakistan gave birth to the Taliban to counter Indian action against it.” @ImranKhanPTI believes the Taliban have "broken the shackles of slavery." @SMQureshiPTI & @YusufMoeed are currently busy lobbying the world to engage with the Taliban. 3/7
— Mahmoud Saikal محمود صيقل (@MahmoudSaikal) August 28, 2021
মাহমুদ সাইকাল আরও জানান, জাতিসংঘের নতুন একটি প্রতিবেদন অনুযায়ী-আইএস-কে, তালেবান এবং আল কায়েদার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট লাভজনক সম্পর্ক থাকার বিষয়টি
প্রতিষ্ঠিত হয়েছে। আইএস পাকিস্তানের মাধ্যমেই আফগানিস্তানে ঢুকেছে। তাদের বহু শীর্ষনেতা পাকিস্তানেই আছেন।
সাবেক এই কূটনীতিক আফগানিস্তানের উপ-বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি জাতিসংঘ ও অস্ট্রেলিয়ায় আফগান দূত হিসেবেও দায়িত্ব পালন করেন।
























