ভারত-বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিক: প্রণয় ভার্মা
- আপডেট সময় : ০৯:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে, এটি আমাদের জন্য বড় মুহূর্ত। ঘনিষ্ঠ হিসেবে এই কৃতিত্বের জন্য আমরা গর্ববোধ করি
অনলাইন ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিক। মহান স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই এই সম্পর্ক চলমান। এমন অটুট সম্পর্ক বজায় থাকলে দুই দেশই বিভিন্ন খাতে এগিয়ে যাবে।
সোমবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ পানামা পোর্ট লিংক হলরুমে মতবিনিময় সভায় একথা বলেন ভারতের হাইকমিশনার। এসময় তিনি সোনামসজিদ স্থলবন্দর ও ভারতের মহদিপুরের স্থলবন্দরে বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে, এটি আমাদের জন্য বড় মুহূর্ত। ঘনিষ্ঠ হিসেবে এই কৃতিত্বের জন্য আমরা গর্ববোধ করি।
ভিসা ইস্যুতে হাইকমিশনার বলেন, আমাদের প্রচেষ্টায় আরও সুবিধা তৈরি করা হয়েছে। এমনকি যে উন্নয়ন প্রকল্পগুলো আমরা বাংলাদেশে করছি, সেগুলোর নেতিবাচক দিককে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত প্রমুখ।
এছাড়া সোনামসজিদ কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি মামুনুর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।




















